প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কোচ হ্যাভিয়ের কাবরেরা।
বর্তমানে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় রয়েছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। আজ কম্বোডিয়ার বিপক্ষে ক্লোজ ডোরে একটি প্র্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচের পর বাংলাদেশ নারী দলের সফলতায় অভিনন্দন বার্তা দিয়েছেন জামাল ভূঁইয়া।
এক ভিডিও বার্তায় মেয়েদের শুভেচ্ছা জানিয়ে জামাল বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য আমি নারী ফুটবল দলকে অভিনন্দন জানাই। আমরা সবাই গর্বিত কারণ এটা অনেক বড় একটা অর্জন। ম্যানেজম্যান্ট, খেলোয়াড়, অফিশিয়াল সবাইকে অভিনন্দন। আমরা আজকে খেলা দেখতে পারি নাই। কারণ আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলাম। কিন্তু আমরা সবাইকে অভিনন্দন জানাই। পুরো জাতি এই অর্জনে আনন্দিত। এটা তোমাদের রাত, উপভোগ করো। ’
বিশ্বসেরা অলরাউন্ডার ও টাইগার দলপতি সাকিব আল হাসান এক ফেসবুকে পোস্টে লিখেছেন, 'সাফ ২০২২ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা দলকে অভিনন্দন! আপনাদের নিখুঁত দৃঢ় সংকল্প, চেতনা এবং শক্তি সকলের হৃদয় জয় করেছে এবং অবশ্যই প্রত্যেককে অনুপ্রাণিত করবে বিশেষ করে নারীদের, একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের পেছনে ছুটতে!'
ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের কাবরেরাও। তিনি বলেন, ‘আমি আমাদের সকলের পক্ষ থেকে টেকনিক্যাল স্টাফ, পুরো দল এবং আমার পক্ষ থেকে বাংলাদেশ নারী দলকে তাদের দারুন অর্জনের জন্য অভিনন্দন জানাতে চাই। শুধু খেলোয়াড় নয় টেকনিক্যাল স্টাফ, কোচ, ম্যানেজমেন্টের সকলকে এই অর্জনের জন্য অভিনন্দন। ’
জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ...মাশাআল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জেতা আমাদের আদরের বোনদের অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আসলেই গর্ববোধ করছি। সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে স্যালুট। ’
তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াজগতে অন্যতম বড় অর্জন। ’
উইকেটকিপার-ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস। ’
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ইয়েস! বাংলাদেশ ইতিহাস গড়লো। নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো। অভিনন্দন মেয়েরা। ’
বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার লিখেছেন, ‘সাফের নতুন চ্যাম্পিয়নদের পরিচয় করি দিচ্ছি। এটা আমাদের বাংলাদেশ। অভিনন্দন মেয়েরা। ’
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এআর/এমএইচএম