ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল কোচের দাবি

নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে চেয়েছিলেন তিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে চেয়েছিলেন তিনি

তিউনিশয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ব্রাজিল। এই ম্যাচে গোল পেয়েছেন নেইমার জুনিয়রও।

আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা এখন ৭৫। তবে এই আনন্দ ধুয়ে-মুছে যেতে পারতো এক নিমিশেই।  

ম্যাচের ৪২ মিনিটে নেইমারকে কড়া ট্যাকেল করেছিলেন তিউনিশিয়ার ডিফেন্ডার ব্রুনন। তাকে পরে দেখানো হয় লাল কার্ড। দুমাস পরই বিশ্বকাপ, বড় ইনজুরিতে পড়লে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারতো নেইমারের। ম্যাচশেষে ব্রাজিল কোচ তিতে দাবি করেছেন, এমন কিছুর জন্যই ছিল ওই ট্যাকেল।  

তিনি বলেছেন, ‘মাঠের লড়াইটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে এটা আমরা জানতাম। কিন্তু আমি কল্পনা করিনি নেইমারের ক্ষেত্রে যেটা হয়েছে। আমার মনে হয় এটা একজন ফুটবলারকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার মতো মুভ ছিল। ’

বড় হার এলেও কঠিন চ্যালেঞ্জ পাড় করতে হয়েছে ব্রাজিলকে। মাঠে ফুটবলারদের লক্ষ্য করে মারা হয়েছে লেজারও। সব পরিস্থিতি মিলিয়ে জটিল ছিল পরিবেশ, এমনটা বলছেন ব্রাজিল কোচও।

তিনি বলেছেন, ‘আমরা এমন একটা পরিবেশে ছিলাম, যেখানে বেশির ভাগ সমর্থকই ছিল তিউনেশিয়ার। মাঝেমধ্যে আমি আমাদের সমর্থকদের খোঁজার চেষ্টা করেছি, তারা মিশে গিয়েছিল। এটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলার পরিবেশ তৈরি করেছিল। ’

‘আমরা চেষ্টা করেছি দুইটা প্রীতি ম্যাচ এমন দলের সঙ্গে আয়োজন করতে, যারা বিশ্বকাপে আছে। কারণ চাহিদাটা অনেক বেশি ছিল। শারিরীক, টেকনিক্যাল, মানসিক; সবভাবেই। তিউনিশিয়া সাত ম্যাচ ধরে হারেনি এই ম্যাচের আগে। ’

বাংলাদেশ সময় : ১২২০, সেপ্টেম্বর ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।