ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বসুন্ধরা কিংসের ডেরায় ইরানি ডিফেন্ডার রেজা খান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
বসুন্ধরা কিংসের ডেরায় ইরানি ডিফেন্ডার রেজা খান

দেশের ঘরোয়া ফুটবলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা দলবদলেও আনছে নতুনত্ব।

এবার তাদের ডেরায় হাজির ইরানি ডিফেন্ডার মোহাম্মদ রেজা খান জাদেহ।

আজ শনিবার দুপুরে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে ২০২২-২৩ মৌসুমের জন্য উভয় পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। গত মৌসুমে খেলা আরেক ইরানি ডিফেন্ডার খালেদ শাফির জায়গায় রেজা খানকে দলে টেনেছে চ্যাম্পিয়নরা।

জাতীয় দলের জার্সিতে ১৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১টি।

৩১ বছর বয়সী রেজা খান ২০১৮ বিশ্বকাপে ইরানের স্কোয়াডে ছিলেন। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ইরানের প্রাথমিক দলে ছিলেন এই সেন্টার-ব্যাক।  

ক্লাব ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রেজা খানের। ইরানি ক্লাব পারসেপোলিস এফসি, গোল গোহর সিরজান, কাতারের আল আহলির মতো ক্লাবে খেলেছেন তিনি। সর্বশেষ নিজ দেশের ক্লাব ট্রাক্টোরে খেলেছেন। নতুন মৌসুমে তিনি কিংসের রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।