ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের শেষ রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শেষ হওয়ার পরপরই ক্লাবটির ভক্ত-সমর্থকরা মাঠে প্রবেশ করে।
রোমাঞ্চকর ম্যাচটিতে অ্যাস্টন ভিলার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলে জয়লাভ করে লিগ শিরোপা উঁচিয়ে ধরে ম্যানচেস্টার সিটি। সেসময় খেলোয়াড়দের সঙ্গে জয় উদযাপন করতে মাঠে প্রবেশ করে দর্শকরাও। যে কারণে মাঠেই লাঞ্ছিত হতে হয় অ্যাস্টন ভিলার গোলরক্ষককে। তাছাড়া একটি ক্রসবারও ভেঙে যায়।
ভক্ত-সমর্থকদের নিয়ন্ত্রণ করতে না পারপর ব্যর্থতা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে স্বীকার করেন নেয় সিটি। কিন্তু স্বীকার করেও শেষ রক্ষা হলো না ক্লাবটির। গুণতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। এর আগে একই কারণে জরিমানা করা হয়েছে এভারটনকে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ভক্তরা মাঠে প্রবেশ করায় ক্লাবটিকে ৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরইউ