ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রামোসকে বিশ্বকাপে নিচ্ছে না স্পেন, দল ঘোষণা নেদারল্যান্ডসেরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
রামোসকে বিশ্বকাপে নিচ্ছে না স্পেন, দল ঘোষণা নেদারল্যান্ডসেরও

৯ দিন পর কাতারে বসছে এবারের ফুটবল বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ১৪ নভেম্বরের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে।

এবার নিজেদের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড জানিয়েছে স্পেন ও নেদারল্যান্ডস। লুইস এনরিকের স্প্যানিশ স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী ডিফেন্ডার সার্জিও রামোসের।

জাতীয় দলের হয়ে ১৮০ ম্যাচে মাঠে নেমেছেন এই পিএসজি তারকা। তার সঙ্গে সুযোগ মেলেনি লিভারপুলের হয়ে দারুণ ফর্মে থাকা মিডফিল্ডার থিয়েগোর। ২০২০ সালের পর থেকে দলেই সুযোগ পাচ্ছেন না তিনি। অবশ্য আছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি।  

তাদের কিছুক্ষণ পরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গাল। এই বিশ্বকাপ দিয়েই তারা আবারও ফিরছে বৈশ্বিক আসরে। ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পরেরটিতে রাশিয়ায় খেলা হয়নি তাদের।  

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া

ডিফেন্ডার : চেজার আজপিলিকুয়েটা, দানি কারভাহাল, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ টরেস, আইমেরিক লাপোর্তে, জর্ডি আলবা, হোসে গায়া

মিডফিল্ডার : সার্জিও বুসকেতস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, পেদ্রি, কোকে

ফরোয়ার্ড : ফেরান তরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, পাবলো সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: জাস্টিন বিজলো (ফেইনোর্ড), রেমকো পাসভীর (আজাক্স), অ্যান্ড্রিস নপারট (এসসি হিরেনভিন)

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ডেলি ব্লাইন্ড (আজাক্স), জুরিয়েন টিম্বার (আজাক্স) ডেনজেল ​​ডামফ্রিজ (ইন্টার মিলান), স্টেফান ডি ভ্রিজ (ইন্টার মিলান), ম্যাথিজ ডি লিগট (বায়ার্ন মিউনিখ), টাইরেল মালাসিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), জেরেমি ফ্রিম্পং (বেয়ার লেভারকুসেন)

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি জং (এফসি বার্সেলোনা), স্টিভেন বার্গুইস (আজাক্স), ডেভি ক্লাসেন (আজাক্স), তেউন কুপমেইনারস (আটালান্টা বার্গামো), কোডি গ্যাকপো (পিএসভি), মার্টেন ডি রুন (আতালান্টা বার্গামো), কেনেথ টেলর (আজাক্স), জাভি সিমন্স (পিএসভি)

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।