বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কাতার। এই দলে সুযোগ পাননি কাতারি লিগের বাইরে খেলা কোনো ফুটবলার।
গেল জুন মাস থেকে কাতারের কোচ ফেলিক্স সানচেজ তার শিষ্যদের নিয়ে স্পেন ও অস্ট্রিয়াতে প্রায় বদ্ধ পরিবেশে ক্যাম্প করছেন। ২০০২ বিশ্বকাপের আগে একই রকমভাবে অনুশীলন করেছিল দক্ষিণ কোরিয়া। সাফল্যও পেয়েছিল তারা, খেলেছিল সেমিফাইনালে।
এর আগে কখনোই বিশ্বকাপ খেলতে পারেনি কাতার। ঘরের মাঠে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে মাঠে নামবে তারা। আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ২০ নভেম্বর তারা মুখোমুখি হবে ইকুয়েডরের। গ্রুপ ‘এ’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সেনেগাল।
কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল-
গোলরক্ষক: সাদ আলসাহেব, মেশাল বারশাম, ইউসুফ হাসান।
ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মুসাব খিদির, তারেক সালমান, বাসাম আল-রাউই, বোয়ালেম খুখি, আবদেলকারিম হাসান, হোমাম আহমেদ, জাসেম গাবের।
মিডফিল্ডার: আলী আসাদ, আসিম মোদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল-হাজরি, মোস্তফা তারেক, করিম বোদিয়াফ, আবদেলাজিজ হাতেম, ইসমাইল মোহাম্মদ।
ফারওয়ার্ডস: নায়েফ আল-হাদরামি, আহমেদ আল-ওয়াতানি, হাসান আল-হায়দোস, খালেদ মুনির, আকরাম আফিফ, আল-মৌজ আলী, মুহাম্মদ মুনতারি।
বাংলাদেশ সময় : ১০২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমএইচবি