ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পচেত্তিনো বলেছেন

বিশ্বকাপ জিতে ‘সর্বকালের সেরা হওয়া নিশ্চিত’ করতে হবে মেসিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
বিশ্বকাপ জিতে ‘সর্বকালের সেরা হওয়া নিশ্চিত’ করতে হবে মেসিকে

বিশ্বকাপ- এই এক ট্রফি ছাড়া জীবনে সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত পর্যায়ে অনেক সাফল্যই ধরা দিয়েছে, ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা।

গোল, অ্যাসিস্ট, খেলায় ছাপ রাখা সবকিছুতেই নিজেকে নিয়ে গেছেন ভিন্ন পর্যায়ে। ১১ লিগের সঙ্গে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ।

অনেকের কাছেই সর্বকালের সেরাদের একজন মেসি। তবে কেউ কেউ বিশ্বকাপ না জেতায় তার শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন। আর্জেন্টাইন তারকার সাবেক গুরু মাওরোসিও পচেত্তিনো বলেছেন, মেসিকে বিশ্বকাপ জিতেই নিজেকে সর্বকালের সেরাদের নেওয়ার স্বীকৃতি পেতে হবে।  

পিএসজির সাবেক এই কোচ দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ম্যারাডোনা অথবা পেলের মতো হতে হলে মেসিকে সেটা ট্রফি জিতে নিশ্চিত করতে হবে। যখন আপনি বিশ্বকাপ জিতবেন, ব্যাপারটা এমন হবে ‘ঠিক আছে, সে বিশ্বের সেরা। ’ মেসির এই একটা জিনিসই নেই আর আমি আশা করি কাতারে এটা হবে। ’’

‘কারণ আমি একজন আর্জেন্টাইন, অবশ্যই আমার ইচ্ছে হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। এটা মেসিকে অন্যতম সেরা হিসেবে নিশ্চিত করবে, ম্যারাডোনা ও পেলের সঙ্গে একই জায়গায় নিয়ে যাবে। ’

মেসির তুলনা সবসময়ই হয়ে আসছে তার স্বদেশি কিংবদন্তি ম্যারাডোনার সঙ্গে। যার সঙ্গে আবার পচেত্তিনো কিছুদিন খেলেছেন নিউ ওয়েলস ওল্ড বয়েজে। মেসির সঙ্গে অবশ্য ম্যারাডোনাকে তুলনাতেই আনতে চান না পচেত্তিনো। তার মতে, দুজনেই সেরা তাদের অবস্থানে।

পচেত্তিনো বলেছেন, ‘দুজন আলাদা কিন্তু তারা কিংবদন্তি। আমি তুলনা করতে চাই না। কারণ যখন তুলনা করবেন, তখন আপনাকে একজনকে অন্যজনের চেয়ে ভালো দেখাতে হবে। আমার কাছে মেসি একই পর্যায়ে ম্যারাডোনা ও পেলের। তাদের এনার্জি, স্টাইল, ব্যক্তিত্ব সবকিছুই আলাদা কিন্তু দুজনেই কিংবদন্তি। ’

নিজের আরেক সাবেক শিষ্য নেইমারকেও সর্বকালের সেরাদের কাতারে রেখেছেন পচেত্তিনো, ‘নেইমার যেভাবে চাপ সামলে নেয়, অসাধারণ ফুটবলার। অনেক এনার্জিওয়ালা ক্যারিশমাটিক ফুটবলার। আমরা নেইমারকে সর্বকালের সেরাদের একজন বলতেই পারি। হয়তো তার মেসি বা ক্রিস্টিয়ানোর মতো অর্জন নেই। কিন্তু তাদের মান একই পর্যায়ের। ’

বাংলাদেশ সময় : ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।