বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের আভাস আগেই দিয়ে রেখেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর সেটাই দিনশেষে সত্যিই হলো।
ক্লাব ফুটবলে বিরতি পড়ায় বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশিদের নিয়ে খেলছিলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন থিয়াগো। কিন্তু কয়েকদিনের ব্যবধানে পাড়ার মাঠ থেকে বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন ২১ বছর বয়সি এই মিডফিল্ডার। তার বাবা দিয়েগো আলমাদা বলেন, ‘সে আমাকে ফোন দিয়ে কাঁদছিল এবং চিৎকার করে বলছিল তার দলে ডাক পাওয়ার কথা। ’
বিশ্বকাপ দেখতে কাতার যাচ্ছিলেন দিয়েগো। ছেলের ফোন পাওয়ার পর তার চোখেমুখে ভর করেছিল রাজ্যের বিস্ময়। তিনি বলেন, ‘বাবা দিবসের উপহার হিসেবে টিকিট দিয়েছিল আমাকে। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, এ যেন সোনায় সোহাগা। এখন আমরা সবাই কাতার যাব। ’
চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলছেন থিয়াগো। এখনও পর্যন্ত ৩১ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। অন্যদিকে সাত বছর ধরে আতলেতিকো মাদ্রিদে খেলছেন আনহেল কোরেয়া।
বিশ্বকাপে সুযোগ পেয়ে এই স্ট্রাইকার বলেন, ‘অবাক হয়েছিলাম আমি। পরিবারের সঙ্গে নিজের সময়টা উপভোগ করছিল। এখন অনেক উৎসাহ নিয়ে বিশ্বকাপ খেলতে যাব। বিশ্বকাপ খেলতে পারাটা সেরা অনুভূতি । সবাই সেখানে বেশ উদ্দীপনা নিয়ে গিয়েছে, আশা করি আমরাও যাব। আমি থিয়াগোর সঙ্গে কথা বলেছি, সেও খুব খুশি। ’
দলে যোগ দিতে ইতিমধ্যেই কাতারের বিমান ধরেছেন থিয়াগো ও কোরেয়া। তাদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শত শত আর্জেন্টাইন সমর্থক।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এএইচএস