ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বেলজিয়াম

গত বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দল বেলজিয়াম। এবারের কাতার বিশ্বকাপেও হট ফেভারিট তারা।

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রায় ৩৬ বছর পর জায়গা পেয়েছে কানাডা। বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার ২৪ নভেম্বর) দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল। ম্যাচে মিচি বাটসুয়াইয়ের গোলে এগিয়ে আছে বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বেলজিয়াম। তবে গোলের দেখা মিলছিল না তাদের। উল্টো ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পেয়েও মিস করেছে কানাডা। কানাডার আলফানসো ডেভিসের দূর্বল শট রুখে দেন কর্তোয়া।  

তবে প্রথমার্ধের শেষ সময়ে (৪৪ মিনিট) অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাটসুয়াইর অন টাচ শট পায় জালের ঠিকানা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।
তারকাবহুল বেলজিয়ামের বিপক্ষে কানাডার খেলার খুব বেশি খেলার রেকর্ড নেই। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল তারা। তাও ৩৩ বছর আগে, ১৯৮৯ সালে। প্রীতি ম্যাচের সেই দেখায় ২-০ গোলে জিতেছিল বেলজিয়াম।

ফলে কাতারে ফেভারিট হিসেবে জয়ের পাল্লা তাদের দিকেই ভারী। কিন্তু মরুর বুকে যেভাবে আন্ডারডগরা ভেল্কি দেখাচ্ছে তাতে নিশ্চিত করে তো কিছুই বলা যায় না। দ্বিতীয়ার্ধে পাশার দান বদলে দিতে পারে বেলজিয়াম।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।