প্রথম ম্যাচে হেরে গেছে সৌদি আরবের কাছে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প নেই বাকি দুই ম্যাচে।
লুসাইল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটির শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি আর্জেন্টিনা। পুরো প্রথমার্ধে বলার মতো সুযোগও তৈরি করতে পারেনি তারা। বক্সের সামনে গিয়েই দিশা হারাচ্ছিলেন আলবিসেলেস্তে ফুটবলাররা। ভাঙতে পারছিলেন না মেক্সিকোর জমাট রক্ষণ।
এই অর্ধের সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল বরং মেক্সিকোই। ৪৫তম মিনিটে ভেগার নেওয়া ফ্রি কিক দারুণ দক্ষতায় ঝাঁপিয় ধরেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
গোল না পেলেও ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে আর্জেন্টিনা, যদিও একটি শটও নিতে পারেনি লক্ষ্যে। অন্যদিকে তিন শটের একটি লক্ষ্যে রেখেছে মেক্সিকো।
বাংলাদেশ সময় : ০১৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমএইচবি