খাদের কিনারায়ই পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচ হেরে এমনিতেই সমীকরণ হয়ে গিয়েছিল জটিল।
কিন্তু লিওনেল মেসির এক জাদুকরী গোলে এগিয়ে যায় তারা। এরপর গোল করেন এনজো ফার্নান্দেসও। মেক্সিকো ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে আছে আর্জেন্টিনা। ম্যাচশেষে নিজেদের লড়াই নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি।
তিনি বলেছেন, ‘আমরা জানতাম আজ আমাদের জিততেই হতো। এটা বিশ্বকাপে আমাদের জন্য নতুন এক শুরু আর আমরা এটা করতে পেরেছি। আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের এমন থাকতে হবে। ’
‘সবগুলো ম্যাচই ফাইনাল, ভুল করা যাবে না। আমরা জানি মানুষের প্রতিক্রিয়া এরকম হবে। তাদের প্রত্যাশা পূরণ করেছি, অনেক লম্বা সময় ধরে একসঙ্গে আছি, এই সময়ে অনেক সুন্দর কিছুই ঘটেছে। ’
মেক্সিকোর বিপক্ষে বেশ কঠিন লড়াই-ই করতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথম আধাঘণ্টায় তারা প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে বলে পা লাগাতে পারেননি। ম্যাচের পর মেক্সিকোকে কৃতিত্ব দিয়েছেন লিওনেল মেসিও।
তিনি বলেছেন, ‘ম্যাচটা অনেক কঠিন ছিল জেতার জন্য। কারণ মেক্সিকো ভালো খেলেছে, তাদের দারুণ এক কোচ আছে। বলও তারা নিয়ন্ত্রণ করেছে। প্রথমার্ধে আমরা তীব্রতা নিয়ে খেলেছি। আর দ্বিতীয়ার্ধে যখন আমরা শান্ত হয়েছি, বলকে গোল অবধি নিয়ে গেছি। আমরা যা, সেখানে ফিরে গেছি। নিজেদের সবকিছু ঠিকঠাক করতে এই ম্যাচ জিততেই হতো আমাদের। ’
বাংলাদেশ সময় : ০৪০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমএইচবি