ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ফুটবল

গোলটি রোনালদোর নয়, নিশ্চিত করলো ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, নভেম্বর ২৯, ২০২২
গোলটি রোনালদোর নয়, নিশ্চিত করলো ফিফা

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল নিয়ে বিতর্ক কম হয়নি। অবশেষে ফিফা বিশ্বকাপের বল প্রস্তুতকারী অ্যাডিডাসের সহায়তা নিয়ে অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছেন, এই গোল রোনালদোর নয় বরং ব্রুনো ফের্নান্দেসের।

মঙ্গলবার ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া এক বিবৃতিতে অ্যাডিডাসের পক্ষ থেকে ফিফা জানায়, ‘পর্তুগাল ও উরুগুয়ের মধ্যকার ম্যাচে অ্যাডিডাসের তৈরি করা অফিসিয়াল বল আল-রিহলাতে বল-কানেক্টেড প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখতে সক্ষম হয়েছি যে উদ্বোধনী গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো সংযোগ ছিল না। ’

গতকাল রাতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পর্তুগাল প্রথম বার জালের দেখা পেতেই উল্লাসে মাতেন রোনালদো। করেন চিরচেনা সেই উদযাপনও। প্রথমে গোলটি তার নামে দেয় ফিফা। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে দেয় ব্রুনো ফের্নান্দেসের নামে। সেই ম্যাচে শেষদিকে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলকে জেতান ২-০ ব্যবধানে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।