প্যারিস (ফ্রান্স) আগামী ২০ সেপ্টেম্বর (২০১৫) ফ্রান্স আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল সামনে রেখে পাঁচ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
চলতি আগস্টের মধ্যেই সদস্য সংগ্রহ, কাউন্সিলের পদ্ধতি নির্ধারণ করা হবে।
আসন্ন কাউন্সিলে পুরনোদের পাশাপাশি নতুন অনেক মুখ নেতৃত্বে চলে আসার সম্ভাবনা রয়েছে। সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাদের মধ্যে রয়েছেন- বর্তমান সভাপতি বেনজীর আহমদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিলেটের সালেহ আহমদ চৌধুরী, সহ-সভাপতি ওয়াহিদ বার তাহের, সোহরাব মৃধা প্রমুখ।
সাধারণ সম্পাদক পদের জন্য ফেসবুকের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের বর্তমান আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান শিকদার, সহ-সভাপতি মহসীন উদ্দীন খান লিটন, সহ-সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সহ সভাপতি নাছির চৌধুরী এবং সদ্য লন্ডনে পাড়ি জমানো ফ্রান্স আওয়ামী লীগের আরেক নেতা আকরাম খান।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে পারেন আলী হোসেন, সেলিম ওয়াদা শেলু, নজরুল ইসলাম চৌধুরী, রাসেল বড়ুয়া, ফয়ছল উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময় : ১০৪৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
জেডএম