ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফ্রান্স (প্যারিস) থেকে: প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে সংবাদ সংগ্রহে আগত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্যারিসের বাংলাদেশি কমিউনিটি নেতাদের নিয়ে মতবিনিময় সভা এবং প্রীতিভোজের আয়োজন করেছে প্যারিস-বাংলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের অভিজাত রেস্টুরেন্ট লা মেহরাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় সভায় অংশ নেন- এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার কেরামত উল্লাহ বিপ্লব, ঢাকা ট্রিবিউন’র নিউজ এডিটর মীর সাইফুল ইসলাম তুষার, জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার কাওসার রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল করিম পলাশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, দৈনিক ভোরের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, সকালের খবরের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, ইউএনবি’র স্টাফ রিপোর্টার মাসুদুল হক, বিবিসিটোয়েন্টিফোর.কম’র সম্পাদক জালাল মিয়া, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিম, সহ-সভাপতি ওয়াহিদ বার তাহের, আমি ভয়াজের চেয়ারম্যান এস এইচ হায়দার, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলো, বিকশিত নারী সংঘের সভানেত্রী তৌফিকা শাহেদ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন কয়েস, বিএনপির যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি, প্রচার সম্পাদক নয়ন মাহমুদ, প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, সদস্য জুনেদ মাজহার প্রমুখ।     

সভায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশে প্রবাসীদের বিনিয়োগে প্রতিবন্ধকতা, বিমান বন্দরে হয়রানি ও ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ তাদের নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিতে সব দলকে সহনশীল আচরণ করার আহ্বান জানান বক্তারা। পরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুঁথি শিল্পী কাব্য কামরুল, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির সভাপতি বুরহান উদ্দিন হেলালী, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কর্মজীবী লীগ ইউরোপের সাধারণ সম্পাদক আলী হোসেন, মাটির সুরের সভাপতি আমিন খান হাজারী, ফ্রান্স যুব দলের সভাপতি আরিফ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।