ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

সাংবাদিক নির্যাতনে প্যারিস-বাংলা প্রেসক্লাবের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সাংবাদিক নির্যাতনে প্যারিস-বাংলা প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে প্যারিসে মানববন্ধন

প্যারিস : বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে প্যারিসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) স্হানীয় সময় বিকাল ৫টায় প্যারিসের রিপাবলিক চত্বরে প্যারিস বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্যারিস বাংলা প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, নয়ন মামুন,  মিজানুর রহমান,  আবুল কালাম মামুন, গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় বক্তারা মানবজমিনের ফটো সাংবাদিক নাসিরুদ্দীনের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানান, দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখার  জন্য সরকারের প্রতি আহবান জানান এবং সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রনয়ণের দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।