রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিস-বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তথ্য উপদেষ্টা বলেন, লাখো রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত মুকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার বলেন, প্রবাসে যারা পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বাস করছে, তাদের সন্তানদের বাংলা ভাষা শিক্ষা দিতে হবে এবং বাংলা ভাষায় কথা বলতে হবে।
সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রান্স সরকারের সম্মানসূচক শেভালিয়র উপাধিপ্রাপ্ত পার্থ প্রতিম মজুমদার আরও বলেন, শিকড় ভুলে গেলে যেমন গাছ প্রাণহীন, তেমনি বিদেশি সংস্কৃতির আগ্রাসনে আমরা যদি আপন সংস্কৃতি ভুলে যাই তাহলে সব অর্জন বৃথা হয়ে যাবে।
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হযরত আলী খান, ফ্রান্সের ওভারবিলা পৌরসভার সহকারী মেয়র সফিয়েন কারুমি, ইল দ্যা ফ্রান্সের কমিউনিটি উপদেষ্টা মি. বেনোয়া ম্যানার্ড প্রমুখ।
অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিকরা ও ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংঘঠনের বিপুলসংখ্যক কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরবি/