ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

তাসনুভা তিশার বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
তাসনুভা তিশার বিয়ে তাসনুভা তিশা ও ফারজানুল হক

ভালোবাসা দিবসে বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। তার বর ফারজানুল হক।

তিনি পেশায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার। ১৪ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে শুধু দুই পরিবার আর বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন।  

 

তাসনুভা তিশা ও ফারজানের মধ্যে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক দীর্ঘদিনের। এবার তা সফল পরিণতি পেলো। তিশা বাংলানিউজকে বললেন, ‘ভালোবাসা দিবসে বিয়ে করার ইচ্ছে ছিলো আমাদের। সেটা হওয়ায় আমরা দু’জনই খুশি। তবে এখনও ওভাবে কোনো অনুষ্ঠান করিনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

 

তাসনুভা তিশা অভিনীত ‘একদিন ছুটি হবে’ (এনটিভি), ‘অফ স্ক্রিন’ (দেশ টিভি), ‘লাভ গুরু ডটকম’ (চ্যানেল নাইন) ধারাবাহিক নাটকগুলো প্রচার হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হবে নতুন ধারাবাহিক ‘দোস্ত দুশমন’। এ ছাড়া ‘ঝালমুড়ি’ যাবে আরটিভিতে। এ ছাড়া এটিএন বাংলার আরেকটি ধারাবাহিক আছে তার হাতে।  

 

বাংলাদেশ সময় : ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ