রাঙামাটি: চিকিৎসাসেবার মান বাড়াতে রাঙামাটি সদর হাসপাতালে দ্রত সময়ের মধ্যে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের তাগিদ দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এ সময় সরকারের গৃহীত আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সামগ্রিক পরিবর্তন হচ্ছে কিনা, এ বিষয়ে নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা দিপ্তীময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, প্রিয়নন্দ চাকমা, সবির কুমার চাকমা, ইলিপন চাকমা, প্রবর্তক চাকমা, বিপুল ত্রিপুরা, মোসাম্মৎ আছমা বেগম, মো. আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো. খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআরএস