ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে নতুন সিভিল সার্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জানুয়ারি ২৪, ২০২৩
ফেনীতে নতুন সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন

ফেনী: ফেনী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. শিহাব উদ্দিন। রোববার (২৯ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

 

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলমগীর কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিভিল সার্জন পদে পদায়ন করা হয়।  

এর আগে শিহাব উদ্দিন ঝালকাঠি জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ছাগলনাইয়া উপজেলার উলজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

কর্মজীবনে আবারও ফেনীতে আসতে পেরে উচ্ছ্বসিত ডা. শিহাব। তিনি বলেন, আমি করোনাকালীন দীর্ঘ সাড়ে তিন বছর ছাগলনাইয়াতে কাজ করেছি। মানুষকে সেবা দেওয়ার জন্য অতীতে যেভাবে কাজ করেছি এখনও করতে চাই। পুনরায় ফেনীতে ফিরতে পেরে আমি আনন্দিত। কারণ ফেনীর অনেক মানুষ পরিচিত। কাজ করতে সুবিধা হবে। ফেনীর স্বাস্থ্যসেবা আরও বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যেতে চাই।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।