ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুষ্ঠ রোগ প্রতিরোধে বিকল্প ‘মাস্ক’ 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
কুষ্ঠ রোগ প্রতিরোধে বিকল্প ‘মাস্ক’ 

মৌলভীবাজার: মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে কুষ্ঠ রোগ বিষয় নিয়ে সাংবাদিকদের মধ্যে সচেতনতামূলক সভা করেছে ল্যাপ্রা বাংলাদেশ নামে একটি বিদেশি সংস্থা।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

 

টমাস দে টিটুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসন বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক হাবিবুর রহমান, ডা. পার্লী দাশ প্রমুখ।

বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে অবগত করেন ল্যাপরা বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. জিয়াউর  রহমান।

সভায় জানানো হয়, এই রোগ হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে থাকে। রোগটি নির্ণয়ে দেরি হওয়ার কারণ হলো রোগটি দেরিতে ধরা পড়ে। মৌলভীবাজারে এক লাখ মানুষের মধ্যে ৫ জনের বেশি আক্রান্ত হচ্ছে।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, দেশের ৯টি জেলায় এই রোগের প্রকোপ বেশি। তার মধ‍্যে মৌলভীবাজার হলো এক নম্বরে। এর মূল কারণ হলো, এ জেলায় চা বাগান বেশি। এসব বাগানের অধিকাংশ লোকজন অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও অসচেতন। এর কারণে চা বাগানে এই রোগের প্রকোপ বেশি।

মৌলভীবাজার জেলায় বর্তমানে ৬৬০ জন কুষ্ঠ রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৩৭জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত কুলাউড়া উপজেলা এবং সবচেয়ে কম রাজনগর উপজেলায়।

এদিকে আগামী ২০৩০ সালের মধ‍্যে এই রোগ নির্মূলে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও এই রোগ সম্পূর্ণ নির্মূলে কাজ শুরু করেছে।

সভায় উপস্থিত অতিথিরা মতামত ব্যক্ত করে জানান, কুষ্ঠ রোগ প্রতিরোধে বিকল্প মাস্ক। যেহেতু রোগটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।  সেহেতু মাস্ক পরলে হয়তো এ রোগ থেকে অনেকটা রক্ষা পাওয়া যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।