সিলেট: দেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একজন রোহিঙ্গাও প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছেন, তাদের বের করে দেওয়া হবে।
তিনি বলেন, দ্বিতীয় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ড. মোমেন বলেন, সরকার সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করছে। সিওমেক হাসপাতালের আইসিউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেন, সিওমেক হাসপাতালের দ্বিতীয় শাখা চালু সিলেটের মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জীবনও অনেক সুরক্ষিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এনইউ/এসআরএস