ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রোবটিক সার্জারি চালু 

বিএসএমএমইউ ও চায়না ইউনিভার্সিটি হাসপাতালের সিম্পোজিয়াম অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
বিএসএমএমইউ ও চায়না ইউনিভার্সিটি হাসপাতালের সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঢাকা: রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চায়না ইউনিভার্সিটি হাসপাতালের মধ্যে লাইভ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ ডা. মিল্টন হলে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

এতে চায়না ইউনিভার্সিটি হাসপাতালের কর্মকর্তারা জুমে অংশ নেন।  

সিম্পোজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিশ্ববিদ্যালয়ের ডিনরা ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সিম্পোজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিটি অফিসের পরিচালক অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান চায়না ইউনিভার্সিটি হসপিটাল, তাইওয়ান এর ইন্টান্যাশনাল সেন্টারের ডিরেক্টর ডা. কাই চেং চু, ডেপুটি ডিরেক্টর ড. হেন ওই সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

মডারেটরের দায়িত্ব পালন করেন মানব সম্পদ বিভাগের ইনচার্জ অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী।

সিম্পোজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলা সময়েরই দাবি। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নয়, সব হাসপাতালে স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য পূরণের আমাদের সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিকে কাজে লাগাতে চায়না ইউনিভার্সিটি হসপিটাল, তাইওয়ান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সিম্পোজিয়ামে অন্য বক্তারা বলেন, রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তুলতে রেসিডেন্ট ছাত্রছাত্রীদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, দক্ষ জনবল গড়ে তোলা, প্রয়োজনীয় প্রযুক্তির যোগান নিশ্চিত করা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪
আরকেআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।