ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে শুরু হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
বরিশালে শুরু হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন 

বরিশাল: বরিশাল নগরে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

সিটি করপোরেশনের মেয়র সেরিনয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের দিয়াপাড়া রারৈজ্জের হাট এলাকার বঙ্গবন্ধু স্বাস্থ্যকেন্দ্রে এ ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চার দিনব্যাপী বরিশাল সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদযাপন করা হলো। এ ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩০টি ওয়ার্ডে চার দিনব্যাপী মোট ২২০টি কেন্দ্রের মাধ্যমে ছয়মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সি‌টি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমাম জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সাড়ে ৮ হাজার শিশুর প্রত্যেককে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সাড়ে ৪৪ হাজার শিশুর প্রত্যেককে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

২২০টি কেন্দ্রের মধ্যে ২৩ ফেব্রুয়ারি ৭০টি কেন্দ্রে, ২৫ ফেব্রুয়ারি ৫৫টি কেন্দ্রে, ২৬ ফেব্রুয়ারি ৪৫টি কেন্দ্রে এবং ২৭ ফেব্রুয়ারি ৫০টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।  

নাগরিকদের এ ক্যাম্পেইনের জন্য স্ব-স্ব ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে এসে তাদের শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এর আগে ২০ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে বরিশাল জেলায় এ কর্মসূচি চালানো হলেও জানতে না পারায় সিটি করপোরেশন আওতার বাইরে ছিল। সেসময় সি‌টি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমাম জানিয়েছিলেন, জাতীয় কোনো ক্যাম্পেইন হলে অন্তত দেড় মাস আগে বিষয়টি জানানো হয়। এরপর পরামর্শক সভা করা হয়; প্রচার-প্রচারণা চালানো হয়। কিন্তু এবার কর্মসূচির আগের দিন মৌখিকভাবে জানানো হয়, তারপর সিটি কর্পোরেশন এলাকার শিশুদের জন্য বরাদ্দ করা ক্যাপসুল সংগ্রহ করা হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেছিলেন, একসঙ্গে অনেকগুলো জাতীয় কর্মসূচি পড়ে গেছে। তাই হয়তো এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।