ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাজিতপুরে নিখরচায় চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বাজিতপুরে নিখরচায় চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে নিখরচায় ৫৫০ জন রোগী চক্ষু চিকিৎসা পেয়েছেন।  

মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার খনারচর নয়াহাটি মোড়ে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

 

চক্ষু চিকিৎসা ক্যাম্পের যৌথ আয়োজক বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এবং মইনউদ্দিন-মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটি।

বসুন্ধরা আই হসপিটালের ডাক্তার মজুমদার গোলাম রাব্বির নেতৃত্বে আট সদস্যের একটি দল দিনব্যাপী এ চক্ষুসেবা দেন। এছাড়া এ দলে আরও দু’জন চক্ষু চিকিৎসক ছিলেন।  

চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫৫০ জন রোগী চিকিৎসাসেবা নেন। এর মধ্যে ১৫০ জনকে চোখের ছানি, নেত্রনালি ও মাংস বৃদ্ধির কারণে অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।  

এতে আরও বক্তব্য রাখেন মইনউদ্দিন-মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান ড. এম আব্দুল আজিজ, হিলচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ প্রমুখ।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে আসা রোগীরা নিখরচায় সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।