ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

৪ দফা দাবি আদায়ে ফরিদপুরে ম্যাটসের ক্লাস বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
৪ দফা দাবি আদায়ে ফরিদপুরে ম্যাটসের ক্লাস বর্জন

ফরিদপুর: চার দফা দাবি আদায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) উদ্যোগে ফরিদপুরে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি পালন করেছেন ম্যাটসের শিক্ষার্থীরা।

ম্যাটস শিক্ষার্থীদের সদ্য প্রণীত অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলামসহ ৩ দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

অন্যান্য দাবিগুলো হলো- অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন; বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া ও বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন।

আগামী ২০ মার্চের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া না হলে পরবর্তীকালে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়াসহ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের বরাবরে একটি স্মারকলিপি দেন ম্যাটস শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।