ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে শিশুর ক্ষত স্থানে সেলাই দিলেন বহিরাগত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩
ঢামেকে শিশুর ক্ষত স্থানে সেলাই দিলেন বহিরাগত 

ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের ৪ নম্বর অস্ত্রোপচার কক্ষে এক শিশুর হাতের ক্ষত স্থানে সেলাই দিলেন বহিরাগত দাবি করা এক নার্স। এ ঘটনা নিয়ে অস্ত্রোপচার কক্ষে দায়িত্বরত চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার (৫ জুন) বিকেলে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের ৪ নম্বর রুমের অস্ত্রোপচার কক্ষে বহিরাগত নিজেই নিয়ে আসা সেই শিশুর হাতের ক্ষত স্থানে নিজেই সেলাই করেন।

সূত্র থেকে জানা যায়, বেসরকারি প্রতিষ্ঠান গ্রিন লাইফ হাসপাতালের অস্ত্রোপচার রুমে কাজ করেন সিনিয়র স্টাফ নার্স সিফাত আরিফ নামে এক ব্যক্তি। তার আত্মীয় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের মেডিকেল অফিসার নিয়ম অনুযায়ী ওই শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর রুমের অস্ত্রোপচার কক্ষে পাঠায়। হাসপাতালে সেই ৪ নম্বর কক্ষে শিশুকে নিয়ে যান আরিফ। সেই অস্ত্রোপচার কক্ষে দায়িত্বে থাকা অপর এক নার্সের সঙ্গে তার আগেই পরিচয় ছিল আরিফের। সেই পরিচয়ের অধিকার খাটিয়ে আরিফ নিজেই শিশুটির ক্ষত স্থানে সেলাই করেন। এ দৃশ্য দেখতে পেয়ে দায়িত্বরত চিকিৎসকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি নিয়ে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিনের শরণাপন্ন হয়।

এ ব্যাপারে ডা. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, কোনো বহিরাগত হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ঢুকে কোন রোগীর চিকিৎসা বা অন্য কোনো সেবা দিতে পারে না। বিষয়টি খুবই অন্যায় হয়েছে। হাসপাতালের পরিচালক স্যারকে বিষয়টি অবগত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।