ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু মোকাবিলায় পরামর্শ ও সতর্কতা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ডেঙ্গু মোকাবিলায় পরামর্শ ও সতর্কতা 

ঢাকা: ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে স্বাস্থ্য অধিদপ্তর পরামর্শ দিয়েছে।  

ডেঙ্গুর লক্ষণ:

শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি যেসব লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

>> তীব্র মাথা ব্যথা।

>> চোখের পেছনে ব্যথা।

>> শরীরের পেশি ও জয়েন্টগুলোতে ব্যথা।

>> বার বার বমি করার প্রবণতা।

>> নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া।

>> শরীরে র‌্যাশ ওঠা।  

তীব্র ডেঙ্গুর লক্ষণ:

>> ডেঙ্গু হওয়ার ৩-৭ দিন পর হতে পারে।

>> শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা;

>> ক্রমাগত বমি করা, বমির সঙ্গে রক্ত যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া।

>> শরীরে অবসাদ বোধ করা, অস্থিরতা বোধ করা।  

ব্যক্তিগত সতর্কতা:

>> ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে

>> মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরতে হবে।

কমিউনিটির সচেতনতা বাড়ানো:

>> পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গুরোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।

>> পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

মশার প্রজনন রোধে ব্যবস্থা:

>> ঘরে ও আশেপাশে যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি তিনদিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে।

>> ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।

>> ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে।

>> পানি যাতে না জমে সেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে।

>> দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

>> ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।