ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ২০০৯ থেকে চলতি ২০২৩ সাল পর্যন্ত এই ১৪ বছরে ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে ৪৫টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কলাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

 এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানগুলোর উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল/বাতিল, উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিতাদেশ দিয়ে থাকে। সময়ে সময়ে ঔষধ প্রশাসন গৃহীত সব ব্যবস্থাদি জাতীয় দৈনিকে বিস্তারিত বিজ্ঞাপন আকারে প্রচার/প্রকাশ করা হয়।

দিদারুল আলমের আরেকটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে শনাক্তকৃত এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এর মধ্যে ৬ হাজার ৭৫ চিকিৎসাধীন ও মারা গেছেন এক হাজার ৮২০ জন।

বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে অ্যালোপ্যাথিক, হারবাল, ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক জাতীয় ওষুধ তৈরির ৯০২টি কারখানা আছে। এরমধ্যে অ্যালোপ্যাথিক জাতীয় ওষুধের কারখানা ৩০১টি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।