রাজবাড়ী: ২ জুন ভিটামিন এ প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো উপলক্ষে রাজবাড়ীতে এক প্রেস বিফিংয়ের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১টায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বিফিং চলে।
এ সময় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল আমিন বাংলানিউজকে জানান, এবার জেলার মোট ১ হাজার ১শ ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৩শ ৩৯ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ২ লাখ ৪৪ হাজার ১৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস এবং কৃমিনাশক ট্যাবলেট খায়ানো হবে।
প্রেস বিফিংয়ে বক্তব্য রাখেন- রাজবাড়ী জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর