ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিইএস ও মেয়োর অ্যাডভান্স কোর্স শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
বিইএস ও মেয়োর অ্যাডভান্স কোর্স শুরু

ঢাকা: এন্ড্রোক্রাইনোলজিস্টদের জন্য তৃতীয়বারের মতো শুরু হয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) এবং মেয়ো অ্যাডভান্স কোর্স। বিইএস এবং মেয়ো ক্লিনিক ইউএসএ দুই দিনব্যাপী এই কোর্সের আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ জুলাই) শুরু হওয়া এই কোর্স অনুষ্ঠিত হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

মায়ো ক্লিনিক মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিখ্যাত একাডেমিক চিকিৎসাকেন্দ্র। চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং ক্লিনিক্যাল অনুশীলনের ক্ষেত্রে এর যথেষ্ট সুনাম রয়েছে।

মায়ো ক্লিনিক, ইউএসএ প্রতি দু'বছর অন্তর অন্তর সিঙ্গাপুরের এন্ডোক্রাইন সোসাইটির সহযোগিতায় এ ধরনের উন্নত কোর্সের আয়োজন করে আসছে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি চার বছর আগে এই উদ্যোগ নিয়েছিল এবং ২০১৯ সালে প্রথম এই কোর্সের আয়োজন করে। তারপর সফলভাবে ২০২১ সালে ২য়বারের মতো কোর্সের আয়োজন করে। এটি তৃতীয়বারের মতো আয়োজন। ‌ এই কোর্সটি এন্ডোক্রিনোলজির ক্ষেত্রে একটি অতি উচ্চতর বৈজ্ঞানিক প্রোগ্রাম হিসেবে বিশিষ্টতা অর্জন করেছে। বিশ্বব্যাপী স্বীকৃত বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশিষ্ট ফ্যাকাল্টি সদস্যরা ক্লিনিক্যাল অনুশীলনে মূল চ্যালেঞ্জ এবং বাধাগুলি মোকাবিলার ওপর দৃষ্টি নিবদ্ধ করে আকর্ষণীয় সেশনের নেতৃত্ব দেবেন। অংশগ্রহণকারীরা রোগীর চিকিৎসাসেবা উন্নত করতে এবং এন্ডোক্রিনোলজির ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য এর থেকে উপকৃত হবেন বলে আশা করেন বিইএসের সভাপতি অধ্যাপক এস এম আশরাফুজ্জামান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩

টিএ/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।