ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নিয়োগ পাচ্ছেন ৮৮৯ মেডিকেল টেকনোলজিস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
নিয়োগ পাচ্ছেন ৮৮৯ মেডিকেল টেকনোলজিস্ট

ঢাকা: মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষা ২০২০ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এর প্রায় তিন বছর পর ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্টকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মেডিকেল টেকনিশয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো। যোগদানের তারিখ ও অন্যান্য নির্দেশাবলি অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীর দাখিলকৃত কোনো তথ্য ও সনদ যে কোনো পর্যায়ে ভুল বা জাল প্রমাণিত হলে অথবা তার বিরুদ্ধে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট পদে নিয়োগ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩

আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।