ফরিদপুর: চার দফা দাবিতে ফরিদপুরে ম্যাটসের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন।
সোমবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে ম্যাটসের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।
ইন্টার্নশিপ বহাল রাখাসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ম্যাটসের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।
ম্যাটস ফরিদপুরের তৃতীয় বর্ষের ছাত্র জিহাদুর রহমান অনন্তরের নেতৃত্বে ম্যাটসের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এ সময় একটি মানববন্ধনও করেন তারা।
দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে বক্তব্য দেন ম্যাটসের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান, তৃতীয় বর্ষের ছাত্র আবু সুফিয়ান আহমেদ ও তৃতীয় বর্ষের ছাত্র এ এস এম সাজ্জাদ। এ সময় ম্যাটসের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইন্টার্নশিপ বহাল রাখাসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রুত নিয়োগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা দেওয়ার দাবি জানান। অন্যথায় তাদের চলমান ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরআইএস