ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

ডেঙ্গু: ফরিদপুরে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, সেপ্টেম্বর ৪, ২০২৩
ডেঙ্গু: ফরিদপুরে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮১

ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৮১ জন।

ডেঙ্গুতে মারা যাওয়া ওই নারীর নাম মাজেদা বেগম (৪৭)। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার স্বজনকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের মো. বাহাদুরের স্ত্রী।

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. এনামুল হক।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাজেদা বেগম নামে ওই নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান।

জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৩ জন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ২১৪ জন।
 
তিনি আরও জানান, হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬৩৩ জন। এরমধ্যে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচ হাজার ১৪৫ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩ 
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।