ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

হার্ট ভালো রাখতে হৃদয়ের কথা শুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
হার্ট ভালো রাখতে হৃদয়ের কথা শুনি

ঢাকা: আজ ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘আমি আমার হৃদয়ের কথা শুনি’ স্লোগানে ঢাকায় এক সচেতনতামূলক র‌্যালি হয়েছে।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিখ্যাত হার্ট বিশেষজ্ঞ ডা দেবী শেঠির ভারতের নারায়ণা হাসপাতালের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

 

র‌্যালিটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টিএসসিতে মিলিত হয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের হেড অব অপারেশনস ডা. নাজমূল ইসলাম (নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেড), ও বিশেষ অতিথি ছিলেন শিশু হার্ট বিশেষজ্ঞ প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর এ মোহাম্মদ।  

এছাড়াও কয়েকটি হাসপাতালের শিক্ষক-চিকিৎসক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা র‌্যালি ও আলোচনায় অংশ নেন।  

বক্তারা বলেন, বিশ্বে মৃত্যুর একটি প্রধান কারণ কার্ডিওভাসকুলার রোগ। এই রোগ কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে সচেতনতা বাড়াতেই আজকের এই আয়োজন।  

স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করা এবং ধূমপান এড়ানোর মাধ্যমে এই রোগের ঝুঁকি অনেকটাই কমানো যায় বলেও উল্লেখ করেন বিশেষজ্ঞরা।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।