সাভার (ঢাকা): সাভার পৌরসভার মেয়র হাজী মো: আব্দুল গণি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।
সোমবার (০৯ অক্টোবর) বেলা ১২টার দিকে মেয়র নিজেই তার অসুস্থতার কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এরআগে, রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি পৌর এলাকার ব্যাংক কলোনিতে রয়েছে।
তিনি মোবাইলফোনে বলেন, কয়েদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ছিলাম। আমি এখন বাসায়, খুব অসুস্থ, খুব দুর্বল। গত পরশু বাড়িতে এসেছি।
এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বাংলানিউজকে বলেন, মেয়র ডেঙ্গু আক্রান্ত কি না তা আমি জানি না। তবে তিনি অসুস্থ হয়েছিলেন সেটা জানি। আজও কথা হয়েছে তিনি এখন কিছুটা সুস্থ। আজ আমাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন ভর্তি আছে৷ তবে কারও মৃত্যু নেই।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসএফ/এসএএইচ