ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টিউমার অপসারণের সময় নারীর কিডনি-খাদ্যনালি কাটলেন চিকিৎসক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
টিউমার অপসারণের সময় নারীর কিডনি-খাদ্যনালি কাটলেন চিকিৎসক!

হবিগঞ্জ: হবিগঞ্জে টিউমার অপসারণের সময় খাদ্যনালি, জরায়ু ও কিডনি কেটে ফেলায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

এ অভিযোগে চিকিৎসকসহ চারজনের নামে থানায় মামলার এজাহার করতে ওসিকে আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

আদালতের স্টেনো মোহাম্মদ মোতাহের হোসেন বাংলানিউজকে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্তরা হলেন- হবিগঞ্জ শহরে দ্য ল্যাব এইড হাসপাতালে কর্মরত গাইনি বিশেষজ্ঞ ডা. এসকে ঘোষ, দ্য জাপান-বাংলাদেশ হসপিটালের পরিচালক একে আরিফুল ইসলাম এবং ‘দালাল’ জনি আহমেদ ও তাবির হোসাইন।

আদালতের স্টেনো মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ১৫৬ (৩) ধারা অনুসারে ওই চারজনের নামে মামলার এজাহার (এফআইআর) করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন আদালত।

‘ভুল’ চিকিৎসায় মৃত্যুবরণকারী ওই নারীর নাম রহিমা খাতুন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের বাসিন্দা। সোমবার ওই নারীর চাচাতো ভাই রহমত আলী আদালতে মামলার আবেদন করেছিলেন।

অভিযোগ থেকে জানা যায়, পেটের টিউমার নিয়ে গত ৯ সেপ্টেম্বর হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে গিয়েছিলেন রহিমা খাতুন। পরে দালালরা ভুল বুঝিয়ে তাকে দ্য জাপান-বাংলাদেশ হসপিটালে নিয়ে যান।

সেদিন রাতে এসকে ঘোষ অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারীর পেট থেকে টিউমার অপসারণ করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়।

এরপর রহিমা অসুস্থ হয়ে পড়লে আবার দ্য জাপান-বাংলাদেশ হসপিটালে আসেন এবং সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও চিকিৎসকরা তাকে সিলেটে পাঠিয়ে দেন।  

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

সিলেটের চিকিৎসকদের বরাত দিয়ে অভিযোগে বলা হয়, অপারেশনের সময় রহিমার খাদ্যনালি, জরায়ু ও বাম পাশের কিডনি কেটে ফেলায় তার মৃত্যু হয়েছে।

অবৈধভাবে চিকিৎসা পরিচালনার জন্য এর আগে দ্য জাপান-বাংলাদেশ হসপিটালের পরিচালক একে আরিফুল ইসলামকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।