ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: ফরিদপুরে প্রাণ গেল আরও ৩ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৩৪ পিএম, নভেম্বর ৩, ২০২৩
ডেঙ্গু: ফরিদপুরে প্রাণ গেল আরও ৩ জনের প্রতীকী ছবি

ফরিদপুর: ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৯ জনে।

 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৬ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৭৩ জন।

মারা যাওয়ারা হলেন- জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা ইরানী বেগম (৫৫), রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার কামারদা এলাকার নূর মোহাম্মদ (৯০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসিন্দা সোহেল শেখ (৩২)।  

শুক্রবার (৩ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ১৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৫৫৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলাদেশ সময়: ২:৩৪ পিএম, নভেম্বর ৩, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।