ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মে দিবসে তেজগাঁওয়ে দিনভর শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মে ১, ২০২৪
মে দিবসে তেজগাঁওয়ে দিনভর শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা  

ঢাকা: মে দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  

বুধবার (১ মে) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে এ স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

ফ্রি স্বাস্থ্য সেবা কর্মসূচি উদ্‌বোধনী বক্তব্যে ডা. সামন্ত লাল বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষক, শ্রমিকের মতো মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।  সে লক্ষ্য নিয়ে সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। দরিদ্র মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায়।

তিনি বলেন, সারা দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেখানে গিয়ে সমস্যার কথা বলবেন,  স্বাস্থ্যসেবা পাবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য  নিয়োজিত কেন্দ্রগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন, গরমে কেমন স্বাস্থ্য সেবা পাচ্ছেন তারা সেটা নিশ্চিত করছেন।

বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার মধ্যে  দিয়ে শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়া স্বাধীনতার মূল লক্ষ্য ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে  চিকিৎসক সমাজ সব সময় শ্রমজীবী মানুষের সঙ্গে আছে, তারই অংশ হিসেবে মহান মে দিবসে বিএমএ ফ্রি স্বাস্থ্য সেবার আয়োজন করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে মে দিবসের উৎপত্তি।  সেখানে মে দিবস উপেক্ষিত, বাংলাদেশে মে দিবসের লক্ষ্য পূরণে রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদ্‌যাপন করা হয়।  

সরজমিনে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল চত্বরে দেখা যায় বিনামূল্য সব ধরনের স্বাস্থ্যসেবার জন্য বুথ খোলা হয়েছে। সেবা দেওয়া হচ্ছে হাসপাতালেও। দিনভর ৪০ জন চিকিৎসক  শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষকে সেবা দেবেন।

স্বাস্থ্য সেবা কেন্দ্রের বুথে দেখা যায় শিল্পাঞ্চলের স্ট্যান্ডার্ড তৈরি পোশাক কারখানার কর্মী তৌফিকুল রহমান সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, মে দিবস উপলক্ষ্যে আজ নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হবে, তাই তিনি এসেছেন। অপেক্ষা করছেন চিকিৎসা নেওয়ার জন্য।  

চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছেন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আনোয়ার হোসেন। মে দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে শুনে তিনিও এসেছেন।

আনোয়ার হোসেন জানান, অন্যদিন অফিস খোলা থাকার কারণে তিনি ডাক্তার দেখানোর সময় পান না। আজকে এসেছেন চিকিৎসা নেবেন বলে।

মে দিবস উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী সেবা বুথগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি নিজেও চিকিৎসা নেন।  

এরপর  কর্মজীবী শিশুর হাতের ইট ভাঙার হাতুড়ি ফেলে দিয়ে বই, ফুটবল ও চকলেট তুলে দেওয়ার মাধ্যমে ‘সব শিশুরা যাবে স্কুলে’ কর্মসূচিরও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ১, ২০২৪
জেডএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।