ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

এইচএসসির ফরম পূরণের সময় আরেক দফা বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:১২ পিএম, মে ১৪, ২০২৪
এইচএসসির ফরম পূরণের সময় আরেক দফা বাড়ল

ঢাকা: বিলম্ব ফি ছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।  

মঙ্গলবার (১৪ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিলম্ব ফিসহ সোনালী সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সর্বশেষ তারিখ ২১ মে।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে গত ১৬ এপ্রিল থেকে জরিমানা ছাড়া ফরম পূরণ শুরু হয়ে চলে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফিসহ ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ফরম পূরণ করা হয়। পরে এক দফা সময় বাড়ানো হয়।

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২১২০ টাকা করে ফরম পূরণ ফি নেওয়া হবে। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলাদেশ সময়: ২:১২ পিএম, মে ১৪, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।