ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ঈদে না.গঞ্জের হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ খাবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুন ১৭, ২০২৪
ঈদে না.গঞ্জের হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ খাবার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগে মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৭ জুন) জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার এ তথ্য জানান।

ঈদ উপলক্ষে জেলাজুড়ে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ খাবার দেওয়া হয় চিকিৎসাধীন রোগীদের। বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে সেমাই ও পাউরুটি, দুপুরে পোলাও, রোস্ট, আপেল ও মিষ্টি, রাতে পোলাও-মুরগির মাংস।

জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, আমাদের জেলাজুড়ে সব সরকারি হাসপাতালে ঈদ উপলক্ষে রোগীরা বিশেষ খাবার পাচ্ছেন। ঈদকে ঘিরে আমাদের চিকিৎসাসেবা সার্বক্ষণিক সচল থাকবে। হাসপাতালগুলোতে জরুরি বিভাগ চালু থাকার পাশাপাশি চিকিৎসকরাও রোস্টারিং করে দায়িত্ব পালন করবেন।

খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আমরা রোগীদের বিশেষ খাবার দিয়েছি। আমাদের জরুরি বিভাগ চালু থাকার পাশাপাশি চিকিৎসকরাও দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।