ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আহত রোগীদের সঙ্গে কথা বললেন ড. ইউনূস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
আহত রোগীদের সঙ্গে কথা বললেন ড. ইউনূস

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছেন। নিয়েছেন তাদের চিকিৎসার খোঁজ-খবর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর তিনিসহ উপদেষ্টারা ঢামেক হাসপাতালে ছুটে যান।  
সেখানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় তাকে কোটা সংস্কার আন্দোলনে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসার নিশ্চিত করার জন্য নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি চিকিৎসার জন্য যত রকম সহযোগিতা দরকার তা উনাকে জানানোর জন্য নির্দেশও দেন তিনি।  

পরে হাসপাতাল থেকে বেরিয়ে যান ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা।  

** শপথ নিয়েই আহতদের দেখতে ঢামেকে ড. ইউনূসসহ উপদেষ্টারা

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এজেডএস/এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।