ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগে অবস্থান স্বাস্থ্যকর্মীদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগে অবস্থান স্বাস্থ্যকর্মীদের

ঢাকা: চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি)।

তারা বলছেন, গত ১৩ বছর ধরে তারা একই বেতনে চাকরি করছেন।

বিগত সরকারের সময়ে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এই স্বাস্থ্যকর্মীরা।

তারা জানান, সিএইচসিপি বা এই স্বাস্থ্যকর্মীরা ২০১১ সাল থেকে চাকরি করছেন। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট পাননি, কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত এই কর্মীরা দীর্ঘ বছর চাকরি করলেও রাজস্ব বা স্থায়ীকরণ করা হয়নি।

তাদের দাবি, গত ১৩ বছর ধরে তাদের একই বেতনে চাকরি করতে হচ্ছে। বিগত সরকারের সময় চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সারা দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। আর কর্মরত সমপরিমাণ সিএইচসিপি। যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবহেলিত মানুষজনকে স্বাস্থ্য সেবা দেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।