ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিষণ্নতা কমাবে যেসব খাবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
বিষণ্নতা কমাবে যেসব খাবার

বর্তমান সময়ে কমবেশি সবাই ভোগেন মনের অসুখে। তাই হয়তো ডিপ্রেশন, অবসাদ, বিষণ্ণতা শব্দগুলোও বহুল ব্যবহৃত শব্দে রূপ নিয়েছে।

তবে অনেকেই জানেন না কিছু খাবার আছে যা খেলে চাইলেই অবসাদ, বিষণ্ণতাকে বিদায় জানানো যাবে। জেনে নিন সেসব খাবার সম্পর্কে।

ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার

বলা হয়ে থাকে, ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। এছাড়াও কিছু ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার রয়েছে যেসব অবসাদ দূর করতে খুবই কার্যকর। যেসব খাবারের মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, বাদাম, সবুজ শাকসবজি।  

ভিটামিন ‘ডি’

বিভিন্ন গবেষণা মতে, যাদের শরীরে ভিটামিন ‘ডি’ এর অভাব রয়েছে তারা তুলনামূলক বেশি অবসাদে ভোগে। তাই অবসাদ কাটাতে চাইলে পর্যাপ্ত ভিটামিন ‘ডি’ গ্রহণ করুন। ভিটামিন ‘ডি’ কেবল সূর্যের আলোয় রয়েছে― এমনটা ভাবার কারণ নেই। বরং কিছু খাবার রয়েছে যেসবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি রয়েছে। যেমন সামুদ্রিক মাছ, দুধ, টফু ইত্যাদি।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল

বিশ্বব্যাপী পুষ্টিবিদ ও মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অবসাদ বা ডিপ্রেশনের রোগীদের ক্ষেত্রে দারুণ কাজ দেয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই তেলে থাকা বেশ কিছু উপকারী উপাদান শরীরে ও মনে ইতিবাচক প্রভাব ফেলে। এতে মন খারাপের পরিস্থিতি কাটিয়ে ওঠা সহজ।  

চকোলেটে ভরসা

অবসাদ থেকে মুক্তি দিতে উপকারী খাবারের তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে চকোলেটের নাম। কারণ চকোলেটে কামড় বসালেই শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যে কারণে অবসাদের দাপট কমতে সময় লাগে না।
তাই এবার থেকে মন খারাপ হলেই ঝটপট কিনে ফেলুন পছন্দের চকোলেট।

ডিপ্রেশন নিয়ে মনরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুরুষের চেয়ে নারীরা ডিপ্রেশন সম্পর্কে একটু বেশি সচেতন। তাই পুরুষের তুলনায় মেয়েরাই বেশি আসে সাহায্যে নিতে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।