ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৬০ হাজার ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৬০ হাজার ছাড়াল

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ১৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৫৭৪ জনে।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।     

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯০ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিভাগে (সিটির বাইরে) ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ২৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৭ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ৪৪ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৬৫ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) ৩৬ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে এক হাজার ২০০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ৫৬ হাজার ৩১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।