ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুষ্টিয়ায় নিখরচায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
কুষ্টিয়ায় নিখরচায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নিখরচায় চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনীয় ওষুধ, চশমা এবং চোখের ছানি অপারেশন একদম ফ্রি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলার হরিনায়ণপুরে দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজে ‘দোয়ারকা দাস ফাউন্ডেশন’ ও ‘ভিশন কেয়ার ফাউন্ডেশন’ এবং ‘বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের’ যৌথ উদ্যোগে এ চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজে রোগী দেখা শুরু হয়।  

নিখরচায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসাসেবা দিয়েছেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডা. অ্যান্থোনি অ্যালবার্ট, সিনিয়র কনসালটেন্ট ডা. জেরিন পারভীন, মেডিকেল অফিসার ডা. আদনান, মেডিকেল অফিসার ডা. আব্দুল মোতালেবসহ বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম।

এছাড়া তাদের সহযোগিতা করছেন দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিখরচায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে হাজারো চক্ষু রোগী চিকিৎসা নিতে আসেন।  

দোয়ারকা দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পবন কুমার আগারওয়াল বলেন, প্রতি বছরের মতো এবারো আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিচ্ছি। আজকে আমরা ১৫শ রোগী দেখার আয়োজন করেছি, এর মধ্যে চোখের সব রকম রোগের পরামর্শ, পরীক্ষা, ওষুধ ও চশমা বিনামূল্যে দিচ্ছি। সেইসঙ্গে যাদের চোখের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ভবিষ্যতে এ ধরনের আরও চক্ষুসেবা ক্যাম্প করা হবে বলেও জানান তিনি।

এবারের চক্ষু ক্যাম্পে স্থানীয়রা ছাড়া কুষ্টিয়া এবং এর আশপাশের এলাকা থেকে হাজারো রোগী এসেছেন চিকিৎসা নিতে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।