ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘সাবানে হাত ধুলে ডায়রিয়ার ঝুঁকি কমে ৪৭ শতাংশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১২

ঢাকা: ২০১৩ সালের মধ্যে ‘সবার জন্য স্যানিটেশন’র জাতীয় লক্ষ্য অর্জন এবং ‘ক্লিন হ্যান্ডস সেভ লাইভস’ স্লোগানকে সামনে রেখে সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বিবেচনা করে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচার চালিয়ে যাচ্ছে ওয়াটারএইড।

গবেষণায় প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি ডা. মো. খায়রুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সঠিকভাবে সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়ার ঝুঁকি কমে ৪২ থেকে ৪৭ শতাংশ।

পাশাপাশি শ্বাসকষ্টজনিত রোগ সংক্রমণ ১৬ থেকে ২৩ শতাংশ কমায়। শিশুর পুষ্টি ও বৃদ্ধিতে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে হাত ধোয়া নিশ্চিত করে নবজাতকের মৃত্যুঝুঁকি ১৯ শতাংশ কমানো সম্ভব। ’

সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বিবেচনায় জনসাধারণকে সম্পৃক্ত ও উ‍ৎসাহিত করতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবরে জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

এ কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ওয়াটারএইড।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।