মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তিনটি স্থানে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সৌজন্যে এবং রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের তত্ত্বাবধানে নিখরচায় রোগী দেখছেন অভিজ্ঞ চিকিৎসকরা।
শুক্রবার(১৭ জানুয়ারি) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শত শত মানুষকে নিখরচায় চিকিৎসা দেওয়া হবে।
চিকিৎসা নিতে আসা রোকেয়া বেগম (৯৫) নামে এক বৃদ্ধা বলেন, চোখে খুব একটা ভালো দেখি না, গরিব মানুষ, ডাক্তার দেখানোর টাকা নেই। নিখরচায় চোখ দেখানোর সুযোগ পেয়ে অনেক উপকার হলো।
রোকেয়া বেগম আরও বলেন, চোখে অনেক দিন ধরেই পানি পড়ে, জ্বালা পোড়া করে, ঝাপসা দেখি। সকালে শুনি বায়রা কলেজে বিনা পয়সায় ডাক্তার দেখানো যাবে। তাই মেয়েকে নিয়ে আসছি। চোখের ডাক্তার দেখাইছি, অনেকগুলা ওষুধও দিয়েছে, কোনো টাকা-পয়সা নেয় নাই।
বায়রা ইউনিয়নের নয়াবাড়ী এলাকার হযরত আলীর স্ত্রী মিনা বেগম বলেন, অনেক দিন ধরেই চোখে ভালো দেখি না, তাকাইয়া থাকলে মনে হয় সামনে কুয়াশা। চোখে অনেক ব্যথা যার কারণে ডাক্তার দেখাইতে আসছি। ডাক্তার দেখছে, এখন ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি।
মধ্যবয়সী আহাদ ব্যাপারী বলেন, অনেক দিন ধরে চোখে ব্যথা। সেজন্য বায়রা কলেজের শিক্ষকরা বলছেন, আজ সকাল থেকে বিনা পয়সায় চোখের ডাক্তাররা রোগী দেখব। আমি সকাল বেলায় আসছি এবং ডাক্তার দেখাইছি তারা ওষুধ দিছে।
বসুন্ধরা ভিশন কেয়ারের কনসালটেন্ট ডা. জেরিন পারভীন বলেন, আমরা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। এরই অংশ হিসেবে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
ম্যাংগো গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের সভাপতি ইঞ্জিনিয়ার এ মান্নান খান বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে। আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যারা চোখের সঠিক চিকিৎসা পায় না, তাদের জন্যই আমাদের এ আয়োজন। আমরা একসঙ্গে জেলার সিংগাইর উপজেলার তিনটি স্থানে এ ফ্রি আই ক্যাম্পের ব্যবস্থা করেছি। আজ প্রায় দুই থেকে আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা নিতে পারবেন। প্রাথমিকভাবে এখানে রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হচ্ছে। যাদের চোখে অপারেশন করতে হবে, তাদের আমরা বসুন্ধরা ভিশন কেয়ার ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালে বিনামূল্যে অপারেশন করা হবে।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন, সিনিয়র কনসালট্যান্ট ডা. অ্যান্থনি এলবার্ট, ডা. মৌটুসী ইসলাম, কনসালট্যান্ট ডা. আক্তার ফেরদৌস জাহান, ডা. জেরিন পারভীন, ডা. নুসরাত জাহান লুবনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
বায়রা কলেজের মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের সাবেক সভাপতি এম. ফসিহুর রহমান, ড. জাফরুল ইসলাম, পরিচালক, টি. আর. এফ শ্রী দীপক কুমার বড়াল, সহ-সভাপতি মিতা মণ্ডল, বায়রা ডিগ্রি কলেজের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আব্দুল মান্নান মিয়া, সদস্য সচিব আরব আলী, সদস্য মোহাম্মদ আলী (সহকারী অধ্যাপক, বায়রা ডিগ্রি কলেজ), বাবু স্বপন কুমার মণ্ডল, মোহাম্মদ আলাল উদ্দিন, মো. আজমত আলী, শাহিদা নার্সিসসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআই