ঢাকা: মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবারও (১০ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থান করার ঘোষণা দিয়েছেন।
এদিন দুপুর ১২টা পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ উল্লাহ মনসুর।
শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন করছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ১ বছরের ইন্টার্নশিপ, প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে আহমদ উল্লাহ মনসুর বলেন, আমাদের ডাকা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু তিনি আমাদের সঙ্গে আলোচনা করেননি। আলোচনা করেছেন সচিবরা। তারা চার দফার মধ্যে শূন্য পদে নিয়োগের দাবিটি তারা তিন দিনের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন। বাকি দাবিগুলোর বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি।
পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রেস ক্লাবে অবস্থানের জন্য যান। কিন্তু পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকেই এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের হামলার প্রতিবাদে রাতেই দেশের সব ম্যাটস প্রতিষ্ঠানে মশাল মিছিল হবে বলে।
আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। এর মধ্যে দাবি পূরণ করে স্পষ্ট প্রজ্ঞাপন দেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে আমরণ অনশন শুরু করব।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমাদের সবকটি দাবি নিয়ে মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে। কিন্তু, এগুলো পূরণ করার স্পষ্ট কোনো কথা তারা বলেনি। তিন-চার ঘণ্টা আলোচনা করে কোনো ফল আসেনি।
এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে চার দফা দাবিতে লংমার্চ নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হওয়া ম্যাটস শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে এক সাংবাদিক এবং ১৮ শিক্ষার্থী আহত হওয়ার খবর জানা যায়।
আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা রোববার সকাল থেকে ‘লংমার্চ টু সচিবালয় কর্মসূচি’ পালন করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী রাস্তা অবরোধ করে রাখেন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এফএইচ/আরএইচ