ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

স্বাস্থ্য

সেনাবাহিনীর সহায়তায় চোখের দৃষ্টি ফিরে পেলেন ৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
সেনাবাহিনীর সহায়তায় চোখের দৃষ্টি ফিরে পেলেন ৪ জন সেনাবাহিনীর সহায়তায় অসহায়দের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পেইন

রংপুর: বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সহায়তায় রংপুরে অসহায় ও হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়েছে।

ক্যাম্পেইনের প্রথম ধাপে বাছাই করা ১৭ জন রোগীর মধ্যে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মঙ্গলবার (৪ মার্চ) রংপুরের হারাগাছের আক্কাস আলী (৬২), সদরের শ্যামপুর এলাকার ইয়াছুব আলী (৬৫), মিঠাপুকুর জায়গীরহাটের মেহেরুন নাহার (৬০) ও লালমনিরহাট হাতীবান্ধার এলাকার আবতার আলীর (৬০) চোখের ছানি অপারেশন করা হয়।

সেই সঙ্গে তাদের চশমাসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়ে সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

এদিকে বুধবার (৫ মার্চ) দুপুরে রংপুর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে এসব রোগীর সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।  

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট কর্নেল একে এম জহির হোসেন খান জানান, গত ২০ ফেব্রুয়ারি রংপুর শীতল ক্যান্টনমেন্ট ডায়াগনস্টিক সেন্টারে চক্ষুসেবা ক্যাম্পেইন শুরু হয়। এতে সম্পূর্ণ বিনামূল্যে ৩৩৬ জন রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ এবং ৪৫ জনকে চশমা দেওয় হয়। এছাড়া প্রথম ধাপে বাছাই করা ১৭ জন রোগীর মধ্যে একজন নারী ও তিনজন পুরুষের ছানি অপারেশন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও চিকিৎসা সেবাসহ অপারেশনের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।