ঢাকা, রবিবার, ১ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে ৬৬ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
রাজশাহীতে ৬৬ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুকে খাওয়ানো হচ্ছে এ ক্যাপসুল

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মহানগর এলাকায় ৬৬ হাজার ৬২০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে।



সকালে রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডলও উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান, মিশন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল সুলতা দং, ম্যানেজার ক্লেমেন্ট অরুন মণ্ডল, পাবলিক রিলেশন অফিসার নোয়েল পার্থ চ্যাটার্জী, রাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।

পরে বিভাগীয় কমিশনার খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।

রাজশাহী সিটি করপোরেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন জানিয়েছেন, সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আওতায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজ চলছে।

তিনি বলেন, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি করপেরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।